মিথান্যাল পানিতে দ্রবণীয় কেন?

মিথান্যাল বা ফরমালডিহাইড জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানি দ্রবণীয়। এর কারন হচ্ছে মিথান্যাল একটি পোলার যৌগ। মিথান্যালে কার্বন পরমাণুরে সাথে তীব্র তড়িৎ ঋনাত্মক অক্সিজেন পরমাণু যুক্ত থাকায় কার্বন-অক্সিজেন বন্ধনের শেয়ারকৃত ইলেক্ট্রন অপেক্ষাকৃত অক্সিজেনের দিকে সরে যায় ফলে অক্সিজেন পরমাণু আংশিক ঋনাত্মক এবং কার্বন পরমাণুতে আংশিক ঋনাত্মক চার্জ সৃষ্টি হয়।

মিথান্যাল পানিতে দ্রবণীয় কেন

আবার কার্বন পরমাণুর সাথে যুক্ত দুটি হাইড্রোজেন পরমাণু ও তাদের বন্ধনের ইলেক্ট্রন গুলো নিজেদের দিকে টেনে নেয়ায় কার্বন পরমাণুর উপর ধনাত্মক চার্জের পরিমাণ আরও বৃদ্ধি পায় ফলে মিথন্যাল অনু পোলার হয়ে যায়। ফলে মিথান্যাল পানিতে দ্রবণীয় হয়।

মিথান্যালের পানিতে দ্রাব্যতা- 400 g/L
মিথান্যালের ডাইপোল মোমেন্ট- 2.330 D

দ্রাব্যতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-

দ্রাব্যতা কি?

অ্যালকোহল পানিতে দ্রবণীয় কেন?

পানি একটি ডাইপোল কেন?

HCl একটি পোলার যৌগ কেন?

পোলারায়ন বৃদ্ধি পেলে তা যৌগের দ্রাব্যতার উপর কি প্রভাব ফেলে?