কেন বিলাসজাত দ্রব্য স্থিতিস্থাপক ?

উত্তর: কোনো দ্রব্যের দামের আপেক্ষিক পরিবর্তনের চেয়ে যদি চাহিদার পরিমাণের আপেক্ষিক পরিবর্তন বেশি হয়, তবে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তনের তুলনায় চাহিদা অধিক হারে পরিবর্তিত হয়। এভাবে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তনের হার বেশি হলে এরূপ চাহিদা স্থিতিস্থাপক চাহিদাকে নির্দেশ করে। তাই বলা যায়, বিলাসজাত দ্রব্য স্থিতিস্থাপক ।