শ্রমিক কেন তার শ্রমকে সঞ্চয় করে রাখতে পারে না— ব্যাখ্যা কর । 

উত্তর: শ্রম বলতে সাধারণত মানুষের বা শ্রমিকের শারীরিক পরিশ্রমকে বোঝানো হয়ে থাকে । শ্রমিকের জীবন আছে, তাই শ্রম একটি জীবন্ত উপাদান। অন্যান্য উপাদানের চেয়ে শ্রমিক অনেক গতিশীল। মূলধন যেভাবে সঞ্জয় করে রাখা যায়, শ্রমিক তার শ্রমকে সঞ্চয় করে রাখতে পারে না। কারণ শ্রম ক্ষণস্থায়ী ।