শিখা পরীক্ষায় কেন গাঢ় HCl ব্যবহার করা হয়?
সালফেট, নাইট্রেট প্রভৃতি লবণের তুলনায় ধাতব ক্লোরাইড অধিক উদ্বায়ী। একারণে গাঢ় HCl সহ ধাতব লবণকে বুনসেন দীপ শিখায় উত্তপ্ত করলে উদ্বায়ী ধাতব ক্লোরাইড উৎপন্ন হয় এবং তা বুনসেন দীপ শিখার তাপে বাষ্পাকারে উড়ে যায়। উড়ে যাওয়ার সময় বুনসেন দীপ শিখায় নিজস্ব বৈশিষ্ট্যমূলক বর্ণ ছড়ায়।
MX + HCI (গাঢ়) = MCl (উদ্বায়ী) + HX (বুনসেন দীপ শিখায় বর্ণসৃষ্টি
শিখা পরীক্ষায় বর্ণ সৃষ্টির কারণ
বুনসেন দীপ শিখার তাপে উত্তেজিত হয়ে লবণে উপস্থিত সংশ্লিষ্ট ধাতুর পরমাণুর বহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন শক্তি শোষণ করে উচ্চতর শক্তিস্তরে উন্নীত হয়। এরপর শোষিত এ শক্তির একটি অংশ বিকিরণ করে ইলেকট্রনসমূহ অস্থায়ী এ উচ্চশক্তিস্তর থেকে বিভিন্ন নিম্নশক্তিস্তরে ফিরে আসে। আর এই বিকিরিত শক্তিই বিভিন্ন ধাতুর জন্য ভিন্ন ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের তথা ভিন্ন ভিন্ন বর্ণের আলো দীপ শিখায় দেখা যায় অর্থাৎ নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের বিকিরিত আলোক রশ্মির সমাবেশ বা বর্ণালি সৃষ্টি হয়।
একই ধরনের অন্যান্য প্রশ্ন –