অর্ধপূর্ণ p অরবিটাল অধিক স্থিতিশীল কেন?
আমরা জানি তিন ধরনের p অরবিটাল আছে, px, py এবং pz। প্রতিটি p অরবিটালে দুইটি করে ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে থাকে। ইলেকট্রন ঋণাত্মক চার্জযুক্ত আর সমধর্মী চার্জ সবসময় পরস্পরকে বিকর্ষণ করে। ফলে একই অরবিটালে দুইটি ইলেকট্রন থাকলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, যা অর্ধপূর্ণ অরবিটালে থাকে না। এজন্যই অর্ধপূর্ণ p অরবিটাল পূর্ণ p অরবিটালের চেয়ে অধিক স্থিতিশীল হয়।
অর্বিটাল সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –
আউফবাউ নীতি কি? পটাশিয়ামের ১৯ তম ইলেক্ট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন?