HCOOH অপেক্ষা CH3COOH দুর্বল এসিড কেন?
ফরমিক এসিড এ্যাসিটিক এসিডের চেয়ে বেশি শক্তিশালী এর কারন হল কার্বক্সিলিক এসিড গ্রুপের (-COOH) কার্বন পরমাণুর আংশিক ধনাত্মক চার্জ ফরমিক এসিডে বেশি। কার্বন পরমাণুর ধনাত্মক চার্জ বৃদ্ধি পেলে সেটা কার্বক্সিলিক এসিড গ্রুপের -O-H বন্ধন থেকে ইলেক্ট্রন নিজের দিকে বেশি টেনে নেয় ফলে O-H বন্ধন বেশি দুর্বল হয়। O-H বন্ধন যত বেশি দুর্বল হয় তত সহজে প্রোটন (H+) ত্যাগ করতে পারে। ফলে এসিডের শক্তি বৃদ্ধি পায়।
ফরমিক এসিডে কার্বনের সাথে ইলেক্ট্রনগ্রাহী হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে ফলে কার্বক্সিলিক এসিড গ্রুপের কার্বন পরমাণুর ধনাত্মক চার্জের পরিমাণ বেড়ে যায়।
অন্যদিকে এসিটিক এসিডে কার্বক্সিলিক এসিড গ্রুপের (-COOH) কার্বন পরমাণুর সাথে ইলেক্ট্রন দানকারী মিথাইল গ্রুপ (-CH3) যুক্ত থাকায় কার্বন পরমাণুর ধনাত্মক চার্জের পরিমাণ হ্রাস পায়।
অন্যান্য প্রশ্ন-