ইথানয়িক এসিড ডাইমার গঠন করে কেন?

ইথানয়িক এসিড ডাইমার গঠন করে কেন?
ছবি উইকিপিডিয়া থেকে নেয়া।
ইথানয়িক এসিডের ডাইমার।

বাষ্পীয় অবস্থায়, প্রোটনবিহীন বা অ্যাপ্রোটিক দ্রাবকে দুই অনু ইথানয়িক এসিড পরস্পর হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে ডাইমার গঠন করে। ডাইমার গঠনের মাধ্যমে একটি ষড়ভুজাকৃতি চক্রের সৃষ্টি হয়। এই ষড়ভুজাকৃতির চক্র অধিক স্থিতিশীল হয়। সুতরাং ইথানয়িক এসিডের ডাইমার গঠনের কারণ হল-

  • আন্ত:আনবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করার ক্ষমতা।
  • ষড়ভুজাকৃতি স্থিতিশীল চাক্রিক গঠন তৈরি করতে পারা।