স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয় কেন ?

উত্তর: বিভিন্ন দামে ক্রেতা একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করে তা রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করাকেই চাহিদা রেখা বলে । দ্রব্যের দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে। আবার দাম কমলে চাহিদা বাড়ে। স্বাভাবিক অবস্থায় দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখা বাম থেকে ডানদিকে নিম্নগামী হয়।