নির্বাচন কেন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল?
উত্তর: মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত বলে সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই ভোক্তার পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করাকে অভাবের নির্বাচন বা বাছাই বলে। অর্থাৎ ভোক্তার সীমিত অর্থ সম্পদের কারণে তাকে নির্ধারণ করতে হয়, অনেক অভাবের মধ্যে কোন অভাবগুলো আগে এবং কোনগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে। তাই নির্বাচন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল ।