ক্লোরোফরম কে রঙিন বোতলে রাখা হয় কেন?

ক্লোরোফরম সূর্যের আলোর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস (COCl2) উৎপন্ন করে। এজন্য ক্লোরোফরম কে রঙিন বোতলে রাখা হয় (বোতলের কোনো অংশ ফাঁকা না রেখে) যাতে সূর্যের আলোর স্পর্শে না আসে।

CHCl3 + 1/2O2 = COCl2 + HCl

ক্লোরোফরমের এর সাথে ১% ইথানলও যোগ করা হয়। ফলে যদি সামান্য ফসজিন গ্যাস তৈরি হয়ও, তখন সেটা ইথানলের সাথে বিক্রিয়া করে ডাই ইথাইল কার্বোনেট তৈরি করে। ফলে ফসজিনের বিষক্রিয়া হতে নিরাপদ থাকা যায়।

COCl2 + 2CH3CH2OH = (C2H5)2CO3 + 2HCl