ইথিনের কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য অপেক্ষা অ্যাসিটিলিনের কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য হ্রাস পায় কেন?

ইথিনের কার্বন পরমাণুদ্বয়ের প্রতিটি sp2 সংকরিত। sp2 সংকর অরবিটালে s প্রকৃতি 33.3% ও p প্রকৃতি 66.7% ইথিনের কার্বন পরমাণুদ্বয়ের প্রত্যেকটির একটি করে sp2 সংকর অরবিটাল পরস্পর সামনাসামনি অধিক্রমণ করে sp2-sp2 সিগমা বন্ধন (C-C) সৃষ্টি করে।

আবার অ্যাসিটিলিনের কার্বন পরমাণুদ্বয়ের প্রতিটি sp সংকরিত। সংকর অরবিটালে s প্রকৃতি 50% ও p প্রকৃতি 50%। অ্যাসিটিলিনের কার্বন পরমাণুদ্বয়ের প্রত্যেকটি একটি করে sp সংকর অরবিটাল পরস্পর সামনাসামনি অধিক্রমণ করে sp-sp সিগমা বন্ধন (C-C) সৃষ্টি করে।

যৌগ গঠনকালে ব্যবহৃত সংকর অরবিটালে s প্রকৃতি বৃদ্ধির সাথে সংশ্লিষ্ট বন্ধন হ্রাস পায়। বন্ধনে s প্রকৃতি যতো বেশি হয় বন্ধনকৃত ইলেকট্রন যুগল নিউক্লিয়াসের ততো কাছাকাছি থাকে এবং অধিক্রমণের মাত্রা তুলনামূলকভাবে বেশি হবে। যেহেতু অ্যাসিটিলিনের ইথিনের s প্রকৃতি চেয়ে বেশি তাই অ্যাসিটিলিনের কার্বনদ্বয় নিউক্লিয়াসের আকর্ষণ ইথিনের কার্বনদ্বয়ের প্রকৃতি নিউক্লিয়াসের আকর্ষণের চেয়ে অধিক। তাই ইথিনের কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য (1-34A) অপেক্ষা অ্যাসিটিলেনের কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য (1.21A) হ্রাস পায়।

ইথিন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –

ইথিন থেকে ইথাইন প্রস্তুতি।

ইলেক্ট্রোফিলিক যুত বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকিন অপেক্ষা অ্যালকাইনের সক্রিয়তা কম কেন?