বেনজিনে দ্বিবন্ধন বা অসম্পৃক্ততা থাকা সত্ত্বেও এটি অন্যান্য অসম্পৃক্ত যৌগের মত সংযোজন বা যুত বিক্রিয়া প্রদর্শন করে না কেন?

বেনজিন ও অন্যান্য অ্যারিনের গঠন কাঠোমো হতে দেখা যায় এদের বলয়ে সঞ্চরণশীল (Delocalized) পাই ইলেকট্রন বর্তমান থাকায় এরা খুবই স্থিতিশীল। পাই ইলেকট্রনগুলো একে অপরকে বিকর্ষণ করে বলে যৌগের সুস্থিতির জন্য এরা যতটা সম্ভব দূরে অবস্থান করতে চায়।

বেনজিনের পাই ডিলোকালাইজড পাই ইলেক্ট্রন মেঘ।
বেনজিনের পাই ডিলোকালাইজড পাই ইলেক্ট্রন মেঘ।

সঞ্চরণশীল ইলেকট্রনগুলো কাঠামোর উপরে ও নিচের তলে পর্যায়ক্রমে অবস্থান করে অণুকে অধিক সুস্থিতি প্রদান করে থাকে। তাই বেনজিনে দ্বিবন্ধন বা অসম্পৃক্ততা থাকা সত্ত্বেও এটি অন্যান্য অসম্পৃক্ত যৌগের মত ইলেকট্রনাকর্ষী বিকারক (E+) এর সাথে সংযোজন বা যুত বিক্রিয়া প্রদর্শন করে না।

তবে বিশেষ শর্তে কিছু সংযোজন বিক্রিয়া বেনজিন চক্রে ঘটে থাকে।