অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবন এসিডিক কেন?

অ্যালুমিনিয়াম সালফেট [Al2(SO4)3] দুর্বল ক্ষার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)3] এবং সবল এসিড সালফিউরিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়। ফলে অ্যালুমিনিয়াম সালফেট [Al2(SO4)3] পানির সাথে বিক্রিয়া করে আর্দ্রবিশ্লেষিত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)3] এবং সবল এসিড সালফিউরিক এসিড উৎপন্ন করে। ফলে অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবন এসিডিক হয়।

Al2(SO4)3 + H2O = Al(OH)3 + H2SO4

অন্যভাবে, অ্যালুমিনিয়াম সালফেট [Al2(SO4)3] এ অ্যালুমিনিয়ামের সর্বশেষ স্তরে অষ্টক পূর্ণ হয় না অর্থাৎ ইলেক্ট্রনের ঘাটতি এবং ফাকা d অরবিটাল থাকে। ফলে অ্যালুমিনিয়াম সালফেট [Al2(SO4)3] কে যখন পানিতে দ্রবীভূত করা হয় তখন এই ফাকা d অরবিটালে পানি তার মুক্ত জোড় ইলেক্ট্রনের এক জোড়া ইলেক্ট্রন দান করতে পারে। ফলে অ্যালুমিনিয়াম সালফেট [Al2(SO4)3] আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড [Al(OH)3] এবং সবল এসিড সালফিউরিক এসিড উৎপন্ন করে। এজন্য অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবন এসিডিক হয়।

অ্যালুমিনিয়াম সালফেটের জলীয় দ্রবন এসিডিক কেন?

[যদি প্রশ্ন ১ মার্কের হয় তাহলে প্রথম অংশ লিখলেই হবে। কিন্তু ৩ মার্কের হলে আর্দ্র বিশ্লেষন বিক্রিয়া দেখাতে হবে।]