ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় ও হ্যালোজেনেশন বিক্রিয়ায় অনার্দ্র AICI3 (অ্যালুমিনিয়াম ক্লোরাইড) ব্যবহৃত হয় কেন?

ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া ও হ্যালোজেনেশন হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন বেনজিনে সংঘটিত ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া । এ বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক হলো ‘ইলেকট্রোফাইল’।

তাই মূল বিকারক অনু ভেঙ্গে ‘ইলেকট্রোফাইল’ তৈরির জন্য প্রভাবকরূপে লুইস এসিড অনার্দ্র AICI3 ব্যবহৃত হয়। অনার্দ্র AICI3 এর অণুতে তিন জোড়া বন্ধন ইলেকট্রন-যুগল থাকায় এতে অষ্টক অপূর্ণ অর্থাৎ ইলেকট্রন ঘাটতি রয়েছে। তাই মূল বিকারক অ্যালকাইল হ্যালাইড (R-X), অ্যাসাইল হ্যালাইড (R-COX) ও হ্যালোজেন (X2) অণুর সমযোজী বন্ধনের অসম ভাঙ্গন প্রক্রিয়ায় প্রভাবকরূপে অনার্দ্র AICI3 ব্যবহার করে অন্তর্বর্তী AICI3X- আয়ন ও ইলেকট্রোফাইল (যেমন, R`, RCO, X+) তৈরি করা হয় যেমন,

  1. CH3-Cl + AICI3 (অনার্দ্র ) → CH3. + AICI4
  2. CH3-COCl + AICI3 (অনার্দ্র) → CH3-CO. + AICI4-
  3. CI-Cl + AICI3 (অনার্দ্র )→ Cl. + AICI4– 

এক্ষেত্রে লুইস এসিডরূপে অনার্দ্র AICI3, অনার্দ্র FeCl3, BF3 ইত্যাদি ব্যবহৃত হয়। শুষ্ক বা অনার্দ্র অবস্থায় AICI3 ব্যবহার করতে হয়। জলীয় বাষ্পের সংস্পর্শে AICI3 আর্দ্র-বিশ্লেষিত হয়। যেমন, 

AICI3 + 3H2O = Al(OH)3 + 3HCl

তখন AlCl3 বা যেকোনো লুইস এসিড প্রভাবকরূপে ইলেকট্রোফাইল তৈরিতে ভূমিকা রাখতে পারে না।