গ্লাস ক্লিনার তৈরিতে NaOH এর পরিবর্তে NH3 দ্রবণ ব্যবহার করা হয় কেন?
তেল-গ্রীজ প্রভৃতি ময়লা অপসারণের জন্য ক্ষার খুবই কার্যকর। এজন্য কাঁচ এবং টয়লেট ক্লিনিং এ ক্ষার জাতীয় ক্লিনার ব্যবহার করা হয়। তবে গ্লাসের এসব ময়লা দূর করার জন্য সব ক্ষার জাতীয় পদার্থ NaOH, KOH, NH4OH প্রভৃতি কার্যকর হলেও তীব্র ক্ষার NaOH বা KOH ব্যবহার করা যায় না। কারণ কাঁচ হলো একটি দ্বিসিলিকেট (double silicate), Na2O.CaO.xSiO2 । তাই তীব্র ক্ষার NaOH, কোহ কাচের উপাদান সিলিকার সঙ্গে বিক্রিয়া করে দ্রবণীয় সিলিকেট উৎপন্ন করে।
ফলে ক্ষার দ্রবণ নিয়ে কাঁচ পরিষ্কার করতে গেলে কাঁচের ক্ষয় হয় এবং গায়ে এবড়োথেবড়ো গর্ত তৈরি হয়। তাই জানালা, দরজা, আলমারী বা শো-কেসের কাঁচ পরিষ্কার করার কাজে ব্যবহৃত গ্লাস ক্লিনারে তীব্র ক্ষার NaOH বা KOH ব্যবহার করা যায় না। তবে অ্যামোনিয়াকে গ্লাস ক্লিনারের উপদান হিসেবে ব্যবহার করা যায় কারণ এটি কাঁচের ময়লা পরিষ্কার করলেও কাঁচের উপাদানের সঙ্গে বিক্রিয়া করে না। ফলে কাঁচ ক্ষয় হয় না।
টয়লেট ক্লিনার তৈরিতে NaOH ব্যবহার হয়
টয়লেটে কমোড, বেসিন প্রভৃতি অত্যন্ত শক্ত ও ক্ষাররোধী সিরামিক নিয়ে তৈরি। এসব সিরামিকস তীব্র NaOH, KOH প্রভৃতির সঙ্গে কোন বিক্রিয়া করে না। তাই টয়লেট ক্লিনারে তীব্র ক্ষার NaOH, KOH প্রভৃতি ব্যবহার করা হয়।