Al2O3 একটি উভধর্মী অক্সাইড কেন?

উভধর্মী অক্সাইড

যে সকল অক্সাইড সমূহ ক্ষারীয় এবং অম্লীয় উভয় ধর্ম প্রদর্শন করে তাদের উভধর্মী অক্সাইড বলে।

অম্লীয় অক্সাইড সমূহ পানিতে দ্রুবীভূত হয়ে অম্ল বা এসিড উৎপন্ন করে, অন্যদিকে ক্ষারীয় অক্সাইড গুলো পানিতে দ্রবীভূত হয়ে ক্ষার তৈরি করে। সাধারনত ধাতুর অক্সাইড সমূহ ক্ষারীয় এবং অধাতুর অক্সাইড সমূহ অম্লীয় হয়।

Al2O3 ধাতুর অক্সাইড হলেও এটি পানিতে দ্রবীভূত হয় না। ফলে এর জলীয় দ্রবন পরীক্ষা করার সুযোগ নেই। কিন্তু Al2O3 এসিড এবং ক্ষার উভয়ের সাথেই বিক্রিয়া করে লবণ তৈরি করতে পারে। ফলে এটি অম্লীয় এবং ক্ষারীয় উভয় ধর্মই প্রদর্শন করে। এ জন্য Al2O3 কে উভধর্মী অক্সাইড বলে। 

যেমন-

Al2O3 + 6HCl = 2AlCl3 + 3H2O (ক্ষারীয় ধর্মী)

Al2O3 + 2NaOH = 2NaAlO2 + H2O (অম্ল ধর্ম)