অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন?
অ্যালকেন অপেক্ষা অ্যালকিনের সক্রিয়তার কারন নিচে দেয়া হল-
- অ্যালকিনের দ্বি বন্ধন তুলণামূলক দুর্বল প্রকৃতির হয়। ফলে এটি সহজেই ভেঙ্গে গিয়ে বিক্রিয়া করতে পারে। দ্বিবন্ধনে যে পাই ইলেক্ট্রন গুলো থাকে সেগুলো সিগমা বন্ধনের ইলেক্ট্রনের তুলনায় দুর্বলভাবে নিউক্লিয়াস কর্তৃক আকৃষ্ট হয় ফলে সহজেই বিক্রিয়া করতে পারে।
- দ্বিবন্ধন কার্বন পরমাণু দুটির মাঝে ইলেক্ট্রনের উচ্চ ঘনত্ব তৈরি করে ফলে ইলেক্ট্রোফাইল দ্বিবন্ধনের প্রতি অধিক আকৃষ্ট হয়।
- দ্বিবন্ধনযুক্ত কার্বন অসম্পৃক্ত হওয়ায় এতে হাইড্রোজেনের সংখ্যা সম্পৃক্ত অ্যালকেনের তুলনায় কম থাকে। ফলে অসম্পৃক্ত কার্বন আরও হাইড্রোজেন যুক্ত করে সম্পৃক্ত হতে চায়।