AlCl3 সাধারণ তাপমাত্রায় ডাইমার গঠন করে কেন?
AlCl3 এ অ্যালুমিনিয়াম এর অষ্টক সংকোচন ঘটে। ফলে অধিক স্থিতিশীল হওয়ার জন্য (অষ্টক পূরণ করার জন্য) AlCl3 ডাইমার গঠন করে।
(১ মার্কের জন্য এটুকু লিখলেই যথেষ্ট)
আমরা যদি অ্যালুমিনিয়ামের ইলেক্ট্রন বিন্যাস দেখি-
Al(13) = 1s2 2s22p6 3s23p13d0
অ্যালুমিনিয়ামের সর্ব শেষ স্তরের একটি s অর্বিটাল এবং দুইটি p অর্বিটাল পরস্পর মিশ্রিত হয়ে তিনটা sp2 হাইব্রিড অর্বিটাল তৈরি করে। এই তিনটা হাইব্রিড অর্বিটালের ইলেক্ট্রন ক্লোরিনের p অরবিটালের ইলেকট্রনের সাথে শেয়ারের মাধ্যমে AlCl3 গঠিত হয়। এর ফলে অ্যালুমিনিয়ামের সর্বশেষ স্তরে ইলেক্ট্রনের সংখ্যা হয় ৬টি। যা অষ্টক পূরণ হতে দুইটি ইলেকট্রন কম।
অ্যালুমিনিয়ামের সর্বশেষ স্তরে ফাকা d অরবিটাল থাকায় এই ফাকা অরবিটালে ক্লোরিনের মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে। এজন্য অ্যালুমিনিয়াম ট্রাই ক্লোরাইড, AlCl3, ডাইমার গঠন করে।
অ্যালুমিনিয়াম সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –