চাহিদা রেখা কখন ঊর্ধ্বগামী হয়?

উত্তর: স্যার রবার্ট গিফেন ১৮৪০ সালে নিকৃষ্ট পর্যায়ভুক্ত কিছু পণ্যদ্রব্যের ক্ষেত্রে লক্ষ করেন যে, সকল দ্রব্যের দামের বৃদ্ধিতে চাহিদাও বৃদ্ধি পায় এবং দামের হ্রাস পেলে চাহিদাও হ্রাস পায়। সে সময়ে আইরিশ কৃষকদের আচরণ পর্যবেক্ষণ করে তিনি মত প্রকাশ করেন যে, অত্যন্ত নিম্ন আয়সম্পন্ন পরিবারের মূল খাদ্যদ্রব্যের ক্ষেত্রে দাম ও চাহিদার মধ্যে সমমুখী সম্পর্ক বিরাজ করে। তার নামানুসারে ঐ শ্রেণির নিম্নমানের দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়। এ ধরনের চাহিদা রেখা মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী। তাই বলা হয় গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার উর্ধ্বগামী হয় ।