NH4Cl এ কত ধরনের বন্ধন আছে?
NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইডের তিন ধরনের বন্ধন রয়েছে। এগুলো হল-
- সমযোজী বন্ধন,
- সন্নিবেশ বন্ধন এবং
- আয়নিক বন্ধন
নাইট্রোজেন তিনটি সমযোজী বন্ধনের দ্বারা তিনটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। নাইট্রোজেনের মুক্তজোড় ইলেক্ট্রন একটি প্রোটন বা হাইড্রোজেন আয়ন কে দান করে সন্নিবেশ বন্ধন গঠনের মাধ্যমে NH4+ অ্যামোনিয়াম আয়ন গঠন করে। এই অ্যামোনিয়াম আয়ন ক্লোরাইড আয়নের সাথে আয়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে NH4Cl বা অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে।
বন্ধন সংক্রান্ত অন্যান্য প্রশ্ন-