অভাব কি? অভাব কত প্রকার ও কি কি?
উত্তর: সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে অভাব বলতে কোনো কিছু পাওয়া বা কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।
অভাব প্রধানত তিন প্রকার। যথা –
ক. প্রয়োজনীয় অভাব
প্রয়োজনীয় অভাব তিন প্রকার; যথা-
১. জীবনধারণের জন্য প্রয়োজনীয় অভাব
২. দক্ষতার জন্য প্রয়োজনীয় অভাব
৩. অভ্যাসজনিত প্রয়োজনীয়।
খ. আরামপ্রদ অভাব
গ. বিলাসজনিত অভাব