টিংচার আয়োডিন কি?

২% – ৭% আয়োডিন এবং ২% – ৪% পটাশিয়াম বা সোডিয়াম আয়োডাইডের ইথানলিয় জলীয় দ্রবন কে টিংচার আয়োডিন বলে।

টিংচার আয়োডিন প্রস্তুতি

৫০ মিলি ইথানলে ২-৭ গ্রাম দানাদার আয়োডিন এবং ২-৪ গ্রাম পটাশিয়াম বা সোডিয়াম আয়োডাইড দ্রবীভূত করে ঐ মিশ্রনে বিশুদ্ধ পানি যোগ করে ১০০ মিলি করা হয়।

টিংচার আয়োডিন সাধারণত শক্তিশালী জীবানুনাশক হিসেবে ব্যবহার করা হয়।