পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি কাকে বলে?

পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি এক ধরনের ক্রোমাটোগ্রাফিক পদ্ধতি, যেখানে এ্যালুমিনিয়াম বা কাচের প্লেটের উপর স্থির দশার একটি পাতলা স্তর দেয়া থাকে। একে TLC প্লেট বলে। স্থির দশার পাতলা স্তর দেয়া হয় বলে এর নাম দেয়া হয়েছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি।

স্থির দশার উপরে মিশ্রণের একটি গাঢ় দ্রবন ক্যাপিলারি টিউবের সাহায্যে অল্প পরিমাণে দেয়া হয়। এরপর এটিকে সচল দশা বা দ্রবনের পাত্রে স্থাপন করলে সচল দশা ধীরে ধীরে প্লেট বেয়ে উপরে উঠতে থাকে।

যৌগ মিশ্রণের মধ্যে কিছু যৌগ থাকে যারা স্থির দশার প্রতি বেশি আকৃষ্ট হয়। আবার কিছু দশা আছে যারা সচল দশার দ্রাবকের প্রতি বেশি আকৃষ্ট হয়। ফলে যখন সচল দশা প্লেট বেয়ে উপরে উঠে তখন মিশ্রণের যৌগ গুলো পৃথক হয়।

পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি কি
পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। ছবি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।

সচল দশা একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলে প্লেটটি বের করে বাতাসে শুকানো হয়। পরে অতিবেগুনী রশ্মির নিচে পৃথক হয়েছে কিনা পরীক্ষা করা হয়।

স্থির দশা হিসেবে এ্যালুমিনিয়াম অক্সাইড বা সিলিকা জেলের পাউডার ব্যবহার করা হয়। সচল দশা হিসেবে বিভিন্ন জৈব দ্রাবক যেমন, মিথানল, ক্লোরোফরম, n-হেক্সেন, ডাইক্লোরোমিথেন ইত্যাদি ব্যবহার করা হয়।

ক্রোমাটোগ্রাফি সম্পর্কিত অন্যান্য পোস্ট-

বর্ণচিত্রণ (বর্ণবিশ্লেষণ) পদ্ধতি বা ক্রোম্যাটোগ্রাফি কি?