উৎপাদন সম্ভাবনা রেখার ওপর কোন বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু?
উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু । এ রেখার নিচের বিন্দুতে উৎপাদন করলে সম্পদের অদক্ষতা প্রকাশ পায়। অর্থাৎ সম্পদ অব্যবহৃত থাকে এবং সম্পদের সীমাবদ্ধতার বিন্দু কারণে উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে উৎপাদন করা সম্ভব নয়। সুতরাং উৎপাদন সম্ভাবনা রেখা বরাবর বিন্দুগুলো অধিক কাম্য বিন্দু ।
উৎপাদন সম্পর্কিত অন্যান্য প্রশ্ন-