জাইলেম ও ফ্লোয়েম-এর মধ্যে পার্থক্য লিখ
জাইলেম ও ফ্লোয়েম-এর মধ্যে পার্থক্য নিম্নরুপ-
জাইলেম | ফ্লোয়েম |
---|---|
জাইলেম প্রধানত মৃত টিস্যু। | ফ্লোয়েম প্রধানত জীবিত টিস্যু। |
জাইলেমে ভেসেল, ট্রাকিড, জাইলেম ফাইবার ও জাইলেম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান। | ফ্লোয়েমে সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার ও ফ্লোয়েম প্যারেনকাইমা উপাদানসমূহ বিদ্যমান। |
জাইলেমে একমাত্র জীবিত উপাদান হলো উড প্যারেনকাইমা। | ফ্রোয়েমে একমাত্র মৃত উপাদান হলো ফ্লোয়েম ফাইবার। |
জাইলেম কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে। | ফ্লোয়েম কাণ্ডের পরিধির দিকে থাকে। |
পানি ও খাদ্যরস পরিবহন এবং দেহকে দৃঢ়তা প্রদান করাই জাইলেমের কাজ। | খাদ্য পরিবহন ও খাদ্য সঞ্চয় করাই ফ্লোয়েমের কাজ। |
জাইলেমের মাধ্যমে ঊর্ধ্বমুখী সংবহন হয়। | ফ্লোয়েমের মাধ্যমে নিম্নমুখী বা উভমুখী সংবহন হয়। |