সরল টিস্যু ও জটিল টিস্যুর মধ্যে পার্থক্য লিখ

সরল টিস্যু ও জটিল টিস্যুর মধ্যে পার্থক্য

সরল টিস্যুজটিল টিস্যু
সরল টিস্যু একই ধরনের কোষ দ্বারা গঠিত।
জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত।
এ টিস্যু সমসত্ত্ব প্রকৃতির।এ টিস্যু অসমসত্ত্ব প্রকৃতির।
এ টিস্যু নালিকা বান্ডিল গঠন করে না।এ টিস্যু নালিকা বান্ডিল গঠন করে।
সরল টিস্যু তিন প্রকার: যথা-প্যারেনকাইমা, কোলেনকাইমা ও ক্লেরেনকাইমা।জটিল টিস্যু দুই প্রকার; যথা-জাইলেম ও ফ্লোয়েম।
ত্বক, অধাত্বক, অজ্ঞত্বক, কর্টেক্স, মজ্জা ইত্যাদি তন্ত্র গঠন করে।জটিল টিস্যু মিলিতভাবে উদ্ভিদের পরিবহন তন্ত্র গঠন। করে।
উদ্ভিদের খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয় ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানে সহায়তা করে।পানি ও খাদ্যরস সংবহন করে ও দৃঢ়তা প্রদান করে।