স্টেম সেল (Stem Cells) কি?
একটি মাত্র জাইগোট কোষ অসংখ্যবার বিভাজিত হয়ে শেষ পর্যন্ত একটি বিশাল দেহের পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয়। ঐ কোষ থেকেই ভিন্ন ভিন্ন পথে হৃৎপিণ্ড, ফুসফুস, বৃক্ক, অস্ত্র, লিডার ইত্যাদি অঙ্গ তৈরি হয়। জাইগোট ও ভ্রূণের প্রাথমিক কোষগুলোকে স্টেম সেল বলে।
স্টেম সেলের দুটি গুণের বা বৈশিষ্ট্যে
- বারবার, অসংখ্যবার বিভাজিত হতে পারার ক্ষমতা-এর ফলে দেহের কোনো হারানো বা ক্ষতিগ্রস্ত কোষ পুনঃপ্রবর্তিত হতে পারে ।
- স্টেম কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত (differentiated) নয়। এরা বিভিন্ন পথে পার্থক্যমণ্ডিত হয়ে বিভিন্ন প্রকার সেল, টিস্যু তৈরি করতে পারে।