দ্রাব্যতা কি?
কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ১০০ গ্রাম দ্রাবক কে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে যত গ্রাম দ্রবের প্রয়োজন হয়, তাকে ঐ তাপমাত্রায় ওই দ্রবের দ্রাব্যতা বলে। দ্রাব্যতা কে S দ্বারা প্রকাশ করা হয়।
মনে করি, নির্দিষ্ট তাপমাত্রায় M গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের ভর m গ্রাম। তাহলে, দ্রাবকের ভর হবে M-m গ্রাম।
M-m গ্রাম দ্রাবকে দ্রব আছে m গ্রাম
সুতরাং ১০০ গ্রাম দ্রাবকে দ্রব আছে = m x ১০০/(M-m) গ্রাম।
গাণিতিকভাবে, S = m x ১০০/(M-m)
অর্থাৎ, দ্রাব্যতা = গ্রামে প্রকাশিত দ্রবের ভর x100/গ্রামে প্রকাশিত দ্রাবকের ভর।