দুষ্প্রাপ্যতা ও নির্বাচন বলতে কী বোঝায়?

উত্তর: মানুষের অসীম অভাবের তুলনায় সম্পদের সীমাবদ্ধতা বা স্বল্পতাকে দুষ্প্রাপ্যতা বলে।

নির্বাচন

সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে অভাবের নির্বাচন সমস্যাটি উদ্ভূত। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সেই সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়। এ অবস্থায় মানুষকে অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহার বাছাই করতে হয় । এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাইকে নির্বাচন বলে।

 নির্বাচন কীভাবে অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করে

মানুষের অভাব অসীম, কিন্তু সেই অসীম অভাব পূরণের জন্য প্রয়োজনীয় সম্পদের যোগান অপ্রতুল। সম্পদের পরিমাণ স্বল্প বলে সকল অভাব একসাথে পূরণ সম্ভব নয়।ফলে কোন অভাবগুলো আগে আর কোন অভাবগুলো পরে পূরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজন সঠিক নির্বাচন। আর এমনিভাবে নির্বাচন অসীম অভাব ও সীমিত সম্পদের মাঝে সমন্বয় সাধন করে।

অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা দেখা যায় কেন

সম্পদের দুষ্প্রাপ্যতা থেকে অভাবের নির্বাচন সমস্যাটি উদ্ভূত। স্বল্প সম্পদের সর্বোত্তম ব্যবহারের জন্য নির্বাচিত অভাব পূরণের ক্ষেত্রে সে সম্পদের বিকল্প ব্যবহার করতে হয়। এ অবস্থায় মানুষকে অভাবের তীব্রতা অনুযায়ী সম্পদের ব্যবহার বাছাই করতে হয়। এভাবে অনেক অভাবের মধ্য থেকে গুরুত্ব অনুসারে কিছু অভাবের বাছাইকে নির্বাচন বলে। অধ্যাপক বেনহাম যথার্থই বলেছেন, “মানুষ বাছাই করতে বাধ্য হয় বলে অর্থনৈতিক সমস্যা দেখা দেয়।”

‘নির্বাচন’ কেন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল

মানুষের জীবনে অফুরন্ত অভাবের তুলনায় অভাব পূরণের সম্পদ সীমিত বলে সব অভাব একসাথে পূরণ করা যায় না। তাই ভোক্তার পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের অভাবে তার অনেক অভাবের মধ্যে বেশি প্রয়োজনীয় অভাবগুলো আগে পূরণ করাকে অভাবের নির্বাচন বা বাছাই বলে। অর্থাৎ ভোক্তার সীমিত অর্থ সম্পদের কারণে তাকে নির্ধারণ করতে হয়, অনেক অভাবের মধ্যে কোন অভাবগুলো আগে এবকোনগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে। তাই নির্বাচন মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিত্তিমূল ।