কোয়ান্টাম সংখ্যা কি?
পরমানুতে ইলেক্ট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং নিজ অক্ষে ইলেকট্রনের ঘূর্ণনের দিক প্রকাশের জন্য যে সকল সংখ্যা ব্যবহার করা হয় তাদের কোয়ান্টাম সংখ্যা বলে। চার ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে-
১. প্রধান কোয়ান্টাম সংখ্যা, n দ্বারা প্রকাশ করা হয়। এর মান n = 1, 2, 3 ইত্যাদি
২. সহকারি কোয়ান্টাম সংখ্যা, l দ্বারা প্রকাশ করা হয়। এর মান l = 0, 1, 2, 3 ইত্যাদি
৩. ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, m দ্বারা প্রকাশ করা হয়। এর মান m = 0 থেকে ±l
৪. স্পিন কোয়ান্টাম সংখ্যা, s দ্বারা প্রকাশ করা হয়। এর মান s = +1/2 এবং -1/2