উৎপাদন সম্ভাবনা রেখা কী?
উত্তর: উৎপাদন সম্ভাবনা রেখা (Production Possibility Curve বা PPC) এমন একটি রেখা বা সঞ্চারপথ যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে।
চারটি বিষয় উৎপাদন সম্ভাবনা রেখা (Production Possibility Curve বা PPC) কে নিয়ন্ত্রণ করে-
১. প্রযুক্তির উন্নয়ন
২. সম্পদের পরিবর্তন
৩. শিক্ষা বা প্রশিক্ষন বৃদ্ধি
৪. শ্রম শক্তির পরিবর্তন