প্লাস্টিসিটি কি?
কোন কঠিন পলিমার যে ধর্মগুনে উচ্চ তাপমাত্রায় তরল অবস্থায় প্রবাহ ধর্ম লাভ করে এবং একে পুনঃ পুনঃ বিগলিত অবস্থায় বিভিন্ন আকার আকৃতিতে মোল্ড করা যায়, পলিমারের সে ধর্মকে প্লাস্টিসিটি বলে।
প্লাস্টিসিটি ধর্মের কারনে অনেক কঠিন পলিমারকে উত্তপ্ত করে লম্বা করা, বাঁকানো, মোচড়ানো যায়। আবার শীতল করলে সেই বিকৃত অবস্থা রয়ে যায়। এভাবেই প্লাস্টিক পলিমার থেকে বিভিন্ন ধরনের জিনিস পত্র তৈরি করা হয়। পলিমার শিকলের শাখা সংখ্যা বৃদ্ধির সাথে প্লাস্টিসিটি লোপ পায়। শাখা শিকলের মাধ্যমে বিভিন্ন শিকল যুক্ত হয়ে ক্রসলিংকড জটিল পলিমার গঠন করে। যেমন, ব্যাকেলাইট, মেলামাইন পলিমার। এই ক্রস লিংকের পরিমানের উপর নির্ভর করে প্লাস্টিসিটি ধর্মের পার্থক্য ঘটে।