সমতলীয় যৌগ কি?

যে সকল যৌগের অনুতে সকল পরমাণু ও বন্ধন সমূহ একই সমতলে অবস্থান করে তাদের সমতলীয় যৌগ বলে। যেমন, বেনজিন একটি সমতলীয় যৌগ।

কোনো জৈব যৌগের অ্যারোম্যাটিক ধর্মে প্রকাশের অন্যতম শর্ত হচ্ছে যৌগটি সমতলীয় হতে হবে।