পাই ইলেকট্রন কি?
অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পাই বন্ধনে যে ইলেকট্রন থাকে তাদের পাই ইলেকট্রন বলে। যেমন, ইথিনে একটি দ্বিবন্ধন রয়েছে। এই দ্বিবন্ধনের একটি সিগমা, অন্যটি পাই বন্ধন। ইথিনের পাই বন্ধনের ইলেকট্রন জোড়া কে তাই পাই ইলেকট্রন ও বলে।
পাই ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস অপেক্ষাকৃত কম শক্তি দিয়ে নিজের দিকে টানে ফলে পাই ইলেকট্রন বন্ধনে আলগা ভাবে থাকে। এজন্য এরা সহজেই ইলেকট্রন আকর্ষী বিকারক দ্বারা আকৃষ্ট হয়।
পাই বন্ধন সম্পর্কে আরও পড়ুন –