সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস কি?

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সজীব উদ্ভিদ-কোষস্থ ক্লোরোফিল আলোক শক্তিকে ATP এবং NADPH + H+ নামক রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ঐ রাসায়নিক শক্তিকে (ATP ও NADPH + H+) কাজে লাগিয়ে CO2 বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট (শর্করা) জাতীয় খাদ্য প্রস্তুত ও উপজাত হিসেবে O2 নির্গত করে, তাকে সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলে।

সালোকসংশ্লেষণ বা ফটোসিনথেসিস কি?

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১ অণু হেক্সোজ শর্করা প্রস্তুত করতে ৬ অণু CO₂ ও ১২ অণু H2O প্রয়োজন পড়ে এবং ৫০- ৬০ ফোটন কণা ব্যবহৃত হয়। এছাড়া সালোকসংশ্লেষণকে একটি জটিল জারণ-বিজারণ প্রক্রিয়া বলা হয়। কারণ এখানে H2O থেকে একদিকে যেমন O2 মুক্ত হয়, অন্যদিকে তেমনি CO2 এর সাথে হাইড্রোজেন সংযুক্ত হয়।