দশা সূত্র কি?

বাহ্যিক কোন প্রভাবক কাজ না করলে, কোন সিস্টেমের ফ্রিডম সংখ্যা (F) এবং দশা সংখ্যার (P) যোগফল, সিস্টেমের উপাদান সংখ্যা (C) এবং ২ এর যোগ ফলের সমান। অর্থাৎ,

F + P = C + 2

বা, F = C – P + 2

পানির ত্রৈধ বিন্দুতে ফ্রিডম সংখ্যা শূন্য (freedom number is zero at triple point of water)

পানির ত্রৈধ বিন্দুতে একই সাথে তরল পানি, জলীয় বাষ্প এবং কঠিন বরফ বিদ্যমান থাকে। অর্থাৎ পানির ত্রৈধ বিন্দুতে দশা সংখ্যা ৩টি (তরল পানি, জলীয় বাষ্প এবং কঠিন বরফ)। এখানে উপাদান সংখ্যা ১টি (পানি)। সুতরাং,

দশা সংখ্যা, P = 3

উপাদান সংখ্যা, C = 1

ফ্রিডম সংখ্যা, F = ?

আমরা জানি, দশা সূত্র

F = C – P + 2

বা, F = 1 – 3 + 2 (C এবং P এর মান বসিয়ে)

বা, F = 3 + 3

বা, F = 0

সুতরাং, পানির ত্রৈধ বিন্দুতে ফ্রিডম সংখ্যা শূন্য।