pH কি?
pH এর বিস্তৃত রুপ হচ্ছে Power of Hydrogen। দ্রবণে হাইড্রোজেন আয়নের (H+) এর মোলার ঘনমাত্রার ঋনাত্মক লগারিদমকে pH বলে।
pH = – log[H+]
বিশুদ্ধ পানির pH এর মান 7 কেন?
এসিড-ক্ষারকের যে সমস্ত জলীয় দ্রবণ ব্যবহার করা হয় সেগুলোর H+ এবং OH– আয়নের ঘনমাত্রা সাধারণত 100 থেকে 10-14 mol Lt থাকে। প্রশম দ্রবণের [H] = [OH] = 10-7 mol/L। বিশুদ্ধ পানি যেহেতু একটি প্রশম দ্রবণ কাজেই পানিতে H+ আয়নের ঘনমাত্রা হবে 10-7। আবার দ্রবণে H+ আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলা হয়। সুতরাং পানির ক্ষেত্রে-
pH = – log[10-7]
pH = 7