মৌলের পর্যায়বৃত্ত ধর্ম  বলতে কি বুঝায়?

পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৌলের ধর্মের সাদৃশ্য/ পুনরাবৃত্তির এ বিষয়কেই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন পর্যায়বৃত্ততা বলে।

যেমন তৃতীয় পর্যায়ে ণা( থেকে শুরু করে ধাতব ধর্ম কমতে কমতে Al(13)- এ সবচেয়ে মৃদু ধাতু পাওয়া যায়। এরপর Si (14) থেকে ডানে অধাতুর তীব্রতা বাড়তে বাড়তে Cl(17)-এ এসে তীব্রতম/ সবচেয়ে সক্রিয় অধাতু দেখা যায়। এরপরই অবশ্য Ar(18)-তে তড়িৎ নিরপেক্ষ নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান। তারপর আবার K(19)-এ এসে Na(11) থেকে অষ্টম মৌলে ধর্মের সাদৃশ্য ঘটে। অর্থাৎ Gr l(A) তে Li, Na, K, Rb, Cs প্রভৃতি ক্ষার ধাতুসমূহের বা Gr VIIA তে F, Cl, Br, I প্রভৃতি হ্যালোজেনের ধর্ম অনুরূপ হয়। এটিই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম।