পেপটাইড বন্ধন কি?
একটি অ্যামাইনো এসিডের কার্বোক্সিলিক মূলক ও অপর একটি অ্যামাইনো এসিডের আলফা অ্যামাইনো মূলকের সাথে বিক্রিয়ায় পানি অনু অপসারণের পর যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ধন গঠিত হয়, পেপটাইড বন্ধন বলে। দুটি ভিন্ন অ্যামাইনো এসিড একটি পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত থাকেলে তাকে ডাইপেপটাইড বলে। পেপটাইড বন্ধন হলে দ্বিযোজী অ্যামাইড বন্ধন (-CONH-)।