পলির বর্জন নীতি কি?
একই পরমাণুতে যে কোন দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনও একই হতে পারে না। দুটি ইলেকট্রনের ৩টি কোয়ান্টাম সংখ্যার মান একই হলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা অবশ্যই ভিন্ন হবে। যেমন, দুইটি ইলেকট্রন বিশিষ্ট একটি পরমাণুতে—
১ম ইলেকট্রনের জন্য, n = 1, l = 0 m = 0, s = + ½
২য় ইলেকট্রনের জন্য, n = 1, l = 0 m = 0, s = – ½
অর্থাৎ একই পরমাণুর 2 টি ইলেকট্রনের কক্ষপথের আকার (n), আকৃতি (l) এবং কৌণিক অবস্থান (m) একই হতে পারে যদি তাদের নিজ অক্ষের উপর ঘূর্ণনের দিক পরস্পর বিপরীতমুখী হয়।
সুতরাং পলির বর্জন নীতির মূল কথা হল-একটি পারমাণবিক অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে যদি তাদের ঘূর্ণন বা স্পিন বিপরীতমুখী হয়।
কেন পলির নীতি কে বর্জন নীতি বলা হয়
পলির নীতি থেকে আমরা জেনেছি যে একটি অরবিটালে দুইটি ইলেকট্রন তখনই থাকতে পারবে যখন তাদের স্পিন বিপরীতমূখী হবে। কিন্তু যদি সমমূখী বা একই স্পিনের দুটি ইলেকট্রন কোন অরবিটালে চলে আসে তখন পলির নীতি অনুযায়ী একটা ইলেকট্রন বর্জিত হবে, একটা ইলেকট্রন থাকবে। এই যে সমমূখী স্পিনের ইলেকট্রন বর্জিত হয় এজন্য পলির নীতি কে বর্জন নীতি বলা হয়।
একই ধরনের অন্যান্য প্রশ্ন –
আউফবাউ নীতি কি? পটাশিয়ামের ১৯ তম ইলেক্ট্রনটি 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে যায় কেন?