অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি?
অক্সিডেটিভ ফসফোরাইলেশন হল একটি সেলুলার প্রক্রিয়া যা ADP ও Pi থেকে অ্যাডেনোসিন ট্রাইফসফেট (এটিপি) আকারে উচ্চ-শক্তি ফসফেট বন্ধন তৈরি করতে অক্সিজেনের বিজারনকে কাজে লাগায়। এটি এক গুচ্ছ জারন-বিজারন বিক্রিয়া যেখানে ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাহায্য NADH ও FADH2 থেকে ইলেক্ট্রন অক্সিজেনে স্থানান্তরিত হয়।
একই ধরনে অন্যান্য প্রশ্ন-
ফটোফসফোরাইলেশন ও অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর মধ্যে পার্থক্য কি?