অসমোটিক চাপ কি? অসমোটিক চাপের সূত্র গুলো বর্ণনা কর।
অসমোটিক চাপ
যে অতিরিক্ত চাপ দ্রাবকের উপর প্রয়োগের ফলে তার বাষ্পীয় চাপ দ্রবনের বাষ্পীয় চাপের সমান হয় তাকে অসমোটিক চাপ বলে।
অসমোটিক চাপ কে পাই দ্বারা প্রকাশ করা হয়।
অসমোটিক চাপ সংক্রান্ত তিনটি সূত্র রয়েছে-
অসমোটিক চাপের প্রথম সূত্র
স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট দ্রবণের অসমোটিক চাপ দ্রবণের মোলার ঘনমাত্রা বা মোলারিটির সমানুপাতিক।
অসমোটিক চাপের দ্বিতীয় সূত্র
স্থির ঘনমাত্রা বিশিষ্ট কোন দ্রবনের অসমোটিক চাপ তার পরম তাপমাত্রার সমানুপাতিক।
অসমোটিক চাপের তৃতীয় সূত্র
স্থির তাপমাত্রায় সম আয়তনের বিভিন্ন দ্রবণে সম সংখ্যক মোল পরিমান বিভিন্ন দ্রব দ্রবীভূত থাকলে সকল দ্রবনের অসমোটিক চাপের মান পরস্পর সমান হবে। এই সূত্র অনুসারে স্থির তাপমাত্রায় সম অসমোটিক চাপ যুক্ত সকল দ্রবনের একই আয়তনের সমান-সংখ্যক অনু বিদ্যমান থাকে।