অর্থো এবং প্যারা-হাইড্রোজেন কী?

অর্থো হাইড্রোজেন

যে সব হাইড্রোজেন অণুর দুইটি প্রোটন একই দিকে ঘোরে, তাদেরকে অর্থো-হাইড্রোজেন (ortho-hydrogen) বলে।

প্যারা-হাইড্রোজেন

যে হাইড্রোজেন অণুর প্রোটন দুইটির ঘূর্ণন পরস্পর বিপরীতমুখী থাকে, তাকে প্যারা -হাইড্রোজেন (para-hydrogen) বলে।