নাইলন কি?

ঘনীভবন পলিমারকরণ প্রকৃয়ায় সৃষ্ট পৌনঃপৌনিক অ্যামাইড বন্ধন (-CONH-) যুক্ত সাংশ্লেষিক পলি অ্যামাইড পলিমারকে নাইলন বলে।

নাইলন-6:6

হেক্সামিথিলিন ডাই অ্যামিনের জলীয় দ্রবনের সাথে ক্লোরোফরমে দ্রবীভূত অ্যাডিপিক এসিডকে (ছয় কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক এসিড) উত্তপ্ত করলে প্রথমে ঘনীভবন বিক্রিয়ায় নাইলন 6:6 এর মনোমার বা কো-পলিমার উৎপন্ন হয়। এই মনোমার থেকে পলিমারকরনের মাধ্যমে নাইলন-6:6 পলিমার তৈরি করা হয়।

HOOC(CH2)4CO-OH + H-NH(CH2)6-NH2 = HOOC(CH2)4CO-NH(CH2)6-NH2 + H2O
অ্যাডিপিক এসিড হেক্সামিথিলিন ডাই অ্যামিন মনোমার

n[HOOC(CH2)4CO-NH(CH2)6-NH2] = [-OC(CH2)4CO-NH(CH2)6-NH-]n + nH2O
মনোমার নাইলন-6:6

নাইলনের ব্যবহার

১। গাড়ির টায়ারের সূতা তৈরি করতে ব্যবহার করা হয়।

২। মোটা কম্বল কাপড়, ব্রাশ তৈরি করতে ব্যবহার করা হয়।

৩। দড়ি তৈরি করতে ব্যবহার করা হয়।

৪। ইলাস্টিক গেঞ্জি, মোজা, জিন্স তৈরিতে নাইলন ব্যবহার করা হয়।