নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক কি?

যে সকল বিকারক বিক্রিয়া কালে ধনাত্মক কেন্দ্র বা নিউক্লিয়াসের প্রতি আকৃষ্ট হয় এবং ইলেকট্রন দান করতে পারে তাদেরকে কেন্দ্রাকর্ষী বিকারক বা নিউক্লিওফাইল বলে।

এরা কেন্দ্র বা নিউক্লিয়াস প্রিয় বলে ধনাত্মক আধান যুক্ত সত্তার সাথে মিলতে চায়। এ বিকারককে সাধারণভাবে Nu দ্বারা প্রকাশ করা হয়। এ বিকারক ও দু ধরনের হয়। যেমন-

(i) ঋণাত্মক নিউক্লিওফাইল

এ জাতীয় নিউক্লিওফাইলের কেন্দ্রীয় পরমাণুতে ঋণাত্মক চার্জ থাকে। যেমন— কার্বানায়ন R CH2-, হ্যালাইড আয়ন X- (F, Cl, B, I) সায়ানাইড আয়ন CN-, হাইড্রোক্সাইড আয়ন OH- ইত্যাদি ।

(ii) প্রশম নিউক্লিওফাইল : এ জাতীয় নিউক্লিওফাইল ইলেকট্রন সমৃদ্ধ নিরপেক্ষ অণু। এদের কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন থাকে । এদের Nu: দ্বারা সূচিত করা হয়। যেমন—

অ্যামোনিয়া NH3, পানি, H2O, অ্যালকোহল R-OH ইত্যাদি।