নেসলার বিকারক কি?

উত্তর: পটাশিয়াম মারকিউরিক আয়োডাইড K2[Hgl4] ও জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের (KOH) বা সোডিয়াম হাইড্রোক্সাইডের (NaOH) মিশ্রণ কে নেসলার বিকারক বলে।

পটাশিয়াম আয়োডাইড (KI) এবং মারকিউরিক আয়োডাইডের (Hgl2) বিক্রিয়ার মাধ্যমে K2Hgl4 বা নেসলার বিকারক তৈরি করা হয়।

KI+ Hgl2 → K2[Hgl4]

নেসলার বিকারকের সাহায্যে অ্যামোনিয়াম (NH4+) আয়ন বা অ্যামোনিয়া গ্যাস শনাক্ত করা হয়।

NH4+ + 2 [HgI4]2− + 4 OH → HgO·Hg(NH2)I ↓ + 7 I + 3 H2O