মোলারিটি কি?
স্থির তাপমাত্রায় 1 লিটার দ্রবণে কোনো দ্রবের দ্রবীভূত মোল সংখ্যাকে মোলারিটি বলে। একে ‘M’ দ্বারা সূচিত করা হয়।
উদাহরণ: যদি কোনো দ্রবণের প্রতি লিটারে দ্রবের 1 মোল, 0.5 মোল 0.1 মোল অথবা X মোল দ্রবীভূত থাকে তাহলে দ্রবণটির মোলারিটি হবে যথাক্রমে 1, 0.5, 0.1, অথবা X ।
মোলারিটির গাণিতিকরূপ
মনে করি কোনো দ্রবণের V লিটার আয়তনের একটি দ্রবের w গ্রাম দ্রবীভূত আছে। যদি দ্রবটির আণবিক ভর M হয়, তাহলে দ্রবীভূত দ্রবটির মোল সংখ্যা হবে w/M
সুতরাং, দ্রবণের মোলারিটি = w/M/V
= w/MxV
= দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের ভর (g)/দ্রবের আণবিক ভর
সুতরাং, দ্রবণের মোলারিটি = দ্রবণের প্রতি লিটারে দ্রবীভূত দ্রবের ভর (g)/দ্রবের আণবিক ভর (g)
মোলারিটির একক
দ্রবণের মোলারিটিকে mol L-1 বা mol dm-3 এককে প্রকাশ করা হয়।
মোলার দ্রবণ
1000 mL বা 1000 cm3 দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে ঐ দ্রবণকে মোলার দ্রবণ বলে।
মোলারিটির তাপমাত্রার উপর নির্ভরশীল
মোলারিটির সাথে আয়তন সংশ্লিষ্ট। আমরা জানি, তাপমাত্রা পরিবর্তন করলে তরল পদার্থের আয়তনে পরিবর্তন সাধিত হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন তাপমাত্রায় তরল পদার্থের 1L দ্রবণে ভিন্ন ভিন্ন পরিমাণ দ্রাবক থাকে ফলে দ্রবণের ঘনমাত্রাও ভিন্ন হয়, তাই মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে।
দ্রবনের ঘনমাত্রা ও দ্রাব্যতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –