মেটামারিজম কি?
একই সমগোত্রীয় শ্রেনীর অন্তর্ভূক্ত সমানুসমূহের কার্যকরী মূলকের দুই পাশে কার্বন পরমানুর সংখ্যার ভিন্নতার জন্য যে সমানুতার সৃষ্টি হয় তাকে মেটামারিজম বলে। আর মেটামারিজমের ফলে উদ্ভূত সমানুসমুহ কে মেটামার বলে।
যেমন- C4H10O আনবিক সংকেত বিশিষ্ট মেটামার সমূহ হল-
CH3-O-CH2-CH2-CH3 = 2-অক্সো বিউটেন
CH3-CH2-O-CH2-CH3 = 3-অক্সো বিউটেন
সমানুতা সম্পর্কিত অন্যান্য প্রশ্ন –
জ্যামিতিক সমানুতা কি? জ্যামিতিক সমানুতার শর্ত কি কি?
আলোক সক্রিয় সমানুতা বা আলোক সমানুতা কি? আলোক সক্রিয় সমানুতার শর্ত গুলো লিখ।