ধাতব বন্ধন কী? What is metallic bond?
উত্তর: ধাতব পরমানুতে ইলেক্ট্রন সমূহ একটা পরমানুর সাথে না থেকে মুক্তভাবে পুরো ধাতব খন্ডে বিচরণ করে অর্থাৎ সঞ্চরনশীল ইলেক্ট্রন মেঘ তৈরি হয়। এর ফলে ধাতবখন্ডে ধাতব পরমাণু সমূহ চার্জ নিরপেক্ষ না হয়ে ক্যাটায়ন হিসেবে থাকে। এই ধনাত্মক চার্জ যুক্ত ক্যাটায়ন ও ঋনাত্মক চার্জ যুক্ত সঞ্চরণশীল ইলেকট্রনের মধ্যে বিদ্যমান যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল দ্বারা ধাতব পরমাণুসমূহ শক্তভাবে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন (Metallic bond) বলে ।