মার্কনিকভ নীতি কি?
অপ্রতিসম অসম্পৃক্ত যৌগের সংগে অপ্রতিসম বিকারকের যুত বিক্রিয়ায় বিকারক অণুর ঋণাত্মক অংশ সাধারণত কম সংখ্যক হাইড্রোজেন পরমাণুবিশিষ্ট অসম্পৃক্ত কার্বন পরমাণুতে যুক্ত হয়।
অন্য কথায়, মার্কনিকভের সূত্রের বিবৃতি হলো, অ্যালকিনের দ্বিবন্ধন যুক্ত দুই কার্বনের যেটিতে বেশি সংখ্যক H-পরমাণু থাকবে, বিকারকের H-পরমাণুটিও সে কার্বন পরমাণুতে যুক্ত হবে। এ যেন তেলে মাথায় তেল দেয়ার মতো।
উদাহরণ : হ্যালোজেনো হাইড্রাসিড (HX) এর ধনাত্মক অংশ হলো H+ এবং ঋণাত্মক অংশ হলো X-, কাজেই প্রোপিনের সাথে HBr এর বিক্রিয়ায় আইসো প্রোপাইল ব্রোমাইড বা ২-প্রোপাইল ব্রোমাইড প্রধান উৎপাদ হবে ।